ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০২ জুলাই ২০২৫

English

জাতীয়

সমাবেশ ঘিরে যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ৯ মে ২০২৫

সমাবেশ ঘিরে যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতা জারি করেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না।

শুক্রবার (৯ মে) দুপুরে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জাগো নিউজকে বলেন, 'বৃহস্পতিবার রাত থেকেই পুলিশসহ অন্যান্য বাহিনীগুলোর নিরাপত্তা জোরদার রয়েছে। দুপুরে সমাবেশ থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে যমুনার সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে।'

সরেজমিনে দেখা যা গেছে, সমাবেশ ঘিরে যমুনার আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। তাদের স্লোগানে উঠে এসেছে, "বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার"; 'লীগ ধরো, জেলে ভরো'; 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর'; 'খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না'; 'ক্ষমতা না জনতা, জনতা জনতা'; 'ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো'; 'দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা'; 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে'; 'গোলামি না আজাদী, আজাদী আজাদী'।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা যমুনার সামনে যোগ দেন।

সমাবেশ ঘিরে বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকাল সাড়ে আটটার দিকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং জুমার নামাজের পর সেখানে জনসমুদ্র হবে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 'যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। সারাদেশের জনগণকে বলবো, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনারা রাজপথে নেমে আসুন।'

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ৮ মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

ইউ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

মিয়ানমারকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

‘সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

ব্রডব্যান্ডের দাম কমলো

ফেব্রুয়ারি-এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: আপিল শুনানির দিন ধার্য

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সভা

হালদা নদীর অবক্ষয় রোধে কঠোর অবস্থান নিলেন উপদেষ্টা ফরিদা আখতার

ডেঙ্গুতে আবারো মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮৬

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানির দিন ধার্য

এবার আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি: নাহিদ ইসলাম

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ