
ছবি সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৯ মে) দুপুরে তারা মঞ্চের পেছনের অংশে জুমার নামাজ পড়েন।
সরেজমিনে দেখা গেছে, নামাজ শেষ হওয়ার পর ওই মঞ্চেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারীরা সমাবেশস্থলে আসছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর আন্দোলনকারীরা যমুনার সম্মুখ থেকে সরে এসে ফোয়ারার সামনে অবস্থান নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।