
ছবি সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে যোগ দিচ্ছেন। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে তারা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
সমাবেশে উপস্থিত লোকজন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এর আগে, সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ঘোষণা দেন।
তিনি বলেন, 'আমরা সারাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ সমাবেশ চলবে।'
ইউ