
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই ২০২৪-এর সংগ্রাম এবং গত ১৫ বছরের সব শহীদ ও যোদ্ধাদের প্রতি জাতি চিরঋণী।
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
কী বলেছেন ফখরুল?
-
"৫ আগস্ট ২০২৪ শুধু একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের দিন" বলে উল্লেখ করেন তিনি।
-
এক বছর আগের এই দিনে "ফোন বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন" থাকার সময়ের স্মৃতিচারণ করে বলেন, "দেশ-বিদেশের সবাই তখন আতঙ্কে ছিলেন, কিন্তু অন্যায়ের পতন হবে—এ বিশ্বাস অটুট ছিল।"
-
"হাজারো শহীদের ত্যাগের ফল এই গণতান্ত্রিক অর্জন" বলে মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতের আহ্বান
ফখরুল স্বাধীনতা রক্ষায় "বুদ্ধি, সংযম ও সাহস" এর ওপর জোর দিয়ে বলেন, "এই অর্জন ধরে রাখাই এখন আমাদের দায়িত্ব।" তিনি দেশ-বিদেশের সবাইকে ধন্যবাদ জানান যারা "সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন"।
সমাপ্ত
ইউ