
ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত 'জুলাই পুনর্জাগরণ' সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে। থেমে থেমে বৃষ্টি পড়লেও সকাল থেকেই রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র ও সাধারণ মানুষের ভিড় জমে উঠে এলাকাজুড়ে।
বৃষ্টিতে ভিজেও অটল জনতা
সমাবেশস্থলে দেখা গেছে, বৃষ্টি শুরু হলেও অনেকে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা ছাতা মাথায় দিয়ে স্লোগান দিচ্ছেন। অনেকেই জাতীয় পতাকা জড়িয়ে কিংবা জুলাই সনদের ব্যাজ লাগিয়ে বৃষ্টিতে ভিজছেন।
মগবাজার থেকে আসা তরুণ রাকিবুল ইসলাম বলেন, "বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম, তা বুলেটেও থামানো যায়নি।" ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা যোগ করেন, "এ লড়াই আমাদের আত্মার। যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়, আমরা মাঠ ছাড়ব না।"
আয়োজকদের প্রস্তুতি
আয়োজকরা বৃষ্টি মোকাবিলায় বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রেখেছেন। স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য জানান, "যেকোনো পরিস্থিতি সামাল দিতে আমরা প্রস্তুত।"
বৃষ্টির মধ্যেই "জুলাই সনদ চাই" স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ। প্রকৃতির বাধাও যেন দমাতে পারেনি মানুষের দাবির জোয়ার।
ইউ