
ছবি সংগৃহীত
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
কি বলছে এনসিপি?
ডা. তাসনিম জারা মঙ্গলবার দুপুরে আরটিভিকে বলেন, "এনসিপির কোনো নেতা পিটার হাসের সঙ্গে বৈঠক করেননি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ গুজব।"
এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটওয়ারীও একই রকম বক্তব্য দিয়ে বলেন, "আমি কক্সবাজারে ব্যক্তিগত সফরে ছিলাম। পিটার হাসের সঙ্গে বৈঠকের কোনো তথ্য আমার জানা নেই।"
গুজবের উৎস
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, এনসিপির কেন্দ্রীয় নেতারা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী ও তাসনিম জারা—কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। এই গুজবের পরিপ্রেক্ষিতে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপি নেতারা কেন কক্সবাজারে গেলেন?
এনসিপির পক্ষ থেকে এসব অভিযোগকে অহেতুক ও উদ্দেশ্যমূলক বলে আখ্যায়িত করা হয়েছে।
ইউ