
ছবি সংগৃহীত
মধ্য চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী জিয়াং চেননান কোমা থেকে জেগে উঠেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুখবর শুনে। গত জুনে জাতীয় কলেজ প্রবেশিকা পরীক্ষা শেষ করার পর তিনি ফুলমিন্যান্ট মায়োকার্ডাইটিস নামে হৃদযন্ত্রের বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে কোমায় চলে যান।
ঘটনার ধারা:
-
প্রাথমিক লক্ষণ: পরীক্ষা শেষে জ্বর ও বুকে তীব্র ব্যথা শুরু হয়, যা দ্রুত হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দেয়।
-
চিকিৎসা: তাকে কৃত্রিম হৃদযন্ত্র-ফুসফুস যন্ত্র (ECMO)-এর সহায়তায় আইসিইউতে রাখা হয়।
-
পরিবারের সংগ্রাম: বাবা পঙ্গু, মা রাস্তার ধারে খাবার বিক্রি করেন। চিকিৎসা ব্যয়ে ঋণ হয় কয়েক লাখ ইউয়ান।
মায়ের কানে কানে কথা:
কোমার অষ্টম দিনে জিয়াংয়ের হুয়াংহে ট্রান্সপোর্টেশন কলেজে ভর্তির চিঠি আসে। মা আইসিইউতে গিয়ে তার কানে বললেন, "তুমি পাস করেছ!" তখনই জিয়াংয়ের চোখের পাতা নড়ে ওঠে। পরদিন তিনি সম্পূর্ণ সচেতন হয়ে ভিডিও কলে বাবা-মাকে দেখে হাত তুলে 'ওকে' সাইন করেন।
বর্তমান অবস্থা:
জিয়াংয়ের হৃদযন্ত্র এখন স্থিতিশীল, এবং তিনি সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি হবেন। চিকিৎসকরা এটিকে আশার সংকেত হিসেবে দেখছেন।
ইউ