
ফাইল ছবি
চলতি অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে বিইআরসি এই নতুন দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে।
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম
পণ্যের নাম | নতুন মূল্য (অক্টোবর মাস) | আগের মূল্য (সেপ্টেম্বর মাস) | পরিবর্তন |
১২ কেজি এলপিজি সিলিন্ডার | ১,২৪১ টাকা | ১,২৭০ টাকা | ২৯ টাকা হ্রাস |
অটোগ্যাস (প্রতি লিটার মূসকসহ) | ৫৬ টাকা ৭৭ পয়সা | ৫৮ টাকা ১৫ পয়সা | ১ টাকা ৩৮ পয়সা হ্রাস |
সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমানো হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার ২৯ টাকা কমানো হলো। অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়েছে।
মূল্য সমন্বয়ের ইতিহাস
বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে।
২০২৪ সালের মূল্য সমন্বয়ের ইতিহাস তুলে ধরে বিইআরসি জানায়:
-
বৃদ্ধি: গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ৭ দফা দাম বাড়ানো হয়েছিল।
-
হ্রাস: একই বছরে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে মোট ৪ দফা দাম কমেছিল।
-
অপরিবর্তিত: ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
ইউ