ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৪ মে ২০২৫

English

জাতীয়

ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ১৪ মে ২০২৫

ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ছবি সংগৃহীত

নার্সিং ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমানের স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুরে এই অবরোধ শুরু হয়, যার ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে এবং জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নার্সিং শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে সমাবেশ করেন। এরপর একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে রওনা দেন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে মোড় অবরোধে সফল হন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা এইচএসসি পাস করে তিন বছর ছয় মাস মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্স করি, যেখানে ১১০ ক্রেডিট সম্পন্ন করি। কিন্তু আমাদের এই কোর্সকে ডিগ্রি সমমান দেওয়া হচ্ছে না। অন্যদিকে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি কোর্স শেষে শিক্ষার্থীরা ডিগ্রিধারী হিসেবে স্বীকৃতি পায়। এটা বৈষম্যমূলক।”

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষার্থীরা হঠাৎ করে শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েছে। আমরা প্রথমে বাধা দিলেও তারা ব্যারিকেড ভেঙে গেছে। এখন চেষ্টা চলছে আলোচনা করে শান্তিপূর্ণভাবে তাদের সরিয়ে দেওয়ার।”

শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউ

দুর্ঘটনায় আহত শাবনূর, সুস্থতার জন্য চাইলেন দোয়া

আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন টিউলিপ

ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস 

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ডলারের বিনিময় হার নির্ধারণ করবে বাজার: গভর্নর

৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ

স্ত্রী-কন্যাসহ জাহাঙ্গীর কবির নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

ট্রাম্পের শুল্ক নীতির ছন্দপতন : চীনের কৌশলিক অগ্রগতি

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

জুনে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

অনলাইনে আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি