ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৪ মে ২০২৫

English

জাতীয়

অনলাইনে আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ১৪ মে ২০২৫

অনলাইনে আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

ফাইল ছবি

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর অনলাইন উপস্থিতি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, টিকটক, টেলিগ্রাম, এক্সসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দলটির সব ধরনের কার্যক্রম বন্ধের লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের সাইবার কার্যক্রমও নিষিদ্ধের আওতায় পড়ছে। ফলে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চিঠির আলোকে বিটিআরসি ফেসবুকের মূল কোম্পানি মেটা, ইউটিউবের মালিক গুগল, এক্স এবং অন্যান্য সামাজিক মাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তবে এই প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালার ভিত্তিতে যাচাই করে সিদ্ধান্ত নেয়, ফলে বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে তাদের ওপর।

এর আগে, গত সোমবার (১২ মে) অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগঠনগুলোর সভা-সমাবেশ, মিছিল, প্রচারণা ও গণমাধ্যমে উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ওইদিন রাতেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্র জানায়, খুব শিগগিরই সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে থাকা দলটির অফিসিয়াল ও অনানুষ্ঠানিক অ্যাকাউন্ট, পেজ ও লিংক ‘ব্লক’ করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি বাস্তবায়ন সহজ নয়। সরকার চাইলে দেশের ভেতরে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারে, কিন্তু ফেসবুক বা ইউটিউবের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কনটেন্ট সরানোর পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের নেই। এ ধরনের কনটেন্ট অপসারণের জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোর সহযোগিতা প্রয়োজন হয়।

মেটার সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুরোধে ২,৯৪০টি কনটেন্ট সীমিত করা হয়েছিল। অন্যদিকে গুগলের তথ্যে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৪৯০টি অনুরোধে ৫,৮২৭টি কনটেন্ট সরানোর চেষ্টা করা হয়, তবে সেগুলোর বেশিরভাগ অনুরোধে তারা ব্যবস্থা নেয়নি।

ইউ

ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস 

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ডলারের বিনিময় হার নির্ধারণ করবে বাজার: গভর্নর

৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ

স্ত্রী-কন্যাসহ জাহাঙ্গীর কবির নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

ট্রাম্পের শুল্ক নীতির ছন্দপতন : চীনের কৌশলিক অগ্রগতি

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

জুনে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

অনলাইনে আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

পুলিশের টিয়ারগ্যাস ও লাঠিচার্জে আহত জবি’র ২৫ শিক্ষার্থী ঢামেকে

 গ্রিন পিন চালু করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক