
ছবি সংগৃহীত
কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত নতুন রেল ও সড়ক সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ (বুধবার) চট্টগ্রামের কালুরঘাটে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ‘কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি রয়েছে। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেতুটি নির্মিত হলে চট্টগ্রামবাসীর যাতায়াত ও ব্যবসায়িক কার্যক্রমে স্বস্তি আসবে।’
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ‘বর্তমানে যে কালুরঘাট সেতুটি রয়েছে, তা ১৯৩১ সালে নির্মাণ করা হয়। মেয়াদকাল ৮০ বছর হিসেবে ধরলে সেটির কার্যকারিতা ২০১১ সালেই শেষ হয়ে গেছে। নতুন সেতুর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু করার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মানুষ বহুদিন ধরে এই সেতুর দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের স্বপ্নপূরণের দিকে এক বড় পদক্ষেপ নেওয়া হলো। এতে বোয়ালখালীসহ পুরো অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।’
এর আগে সকাল সোয়া ৯টার দিকে ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনসহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন।
ইউ