
ছবি সংগৃহীত
নারীরা শিগগিরই কর্মস্থলে নিজেদের সন্তান নিয়ে যাওয়ার আইনি অধিকার পেতে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ভবিষ্যতে প্রত্যেক অফিসে বাধ্যতামূলক ডে কেয়ার সুবিধা বাস্তবায়ন একটি পথপ্রদর্শক উদ্যোগ হবে।
সংলাপে পরিকল্পানা উপদেষ্টার ঘোষণা
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের হোটেল ক্রাউন প্লাজায় ‘রেকগনিশন: এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
-
আইনি অধিকার: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কর্মজীবী নারীরা যেন কর্মস্থলে সন্তান নিয়ে যেতে পারেন, সেই আইনি অধিকার দ্রুতই কার্যকর করার পথে রয়েছে সরকার।
-
ডে কেয়ার সুবিধা: তিনি আরও বলেন, দেশের প্রতিটি অফিসে বাধ্যতামূলকভাবে ডে কেয়ার সুবিধা বাস্তবায়ন করা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে।
অবৈতনিক গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য
সংলাপে বক্তারা নারীদের ঘরের অবৈতনিক কাজের রাষ্ট্রীয় স্বীকৃতির ওপর জোর দেন। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট রিপোর্ট তুলে ধরা হয়।
-
অর্থনৈতিক অবদান: রিপোর্ট অনুযায়ী, দেশের অবৈতনিক গৃহস্থালি কাজের মোট মূল্য ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা দেশের জিডিপির ১৮ দশমিক ৯ শতাংশ।
-
নারীর অবদান: এই অবৈতনিক কাজের ৮৫ শতাংশ অবদানই নারীদের, যা জিডিপির ১৬ দশমিক ১৪ শতাংশের সমান।
-
বক্তাদের অভিমত: বক্তারা বলেন, নারীদের ঘরের কাজসহ সব ধরনের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
অন্যান্য বক্তাদের মন্তব্য
সংলাপে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও দাতা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
-
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ): নির্বাহী পরিচালক শাহীন আনাম সরকারের এই স্বীকৃতিকে স্বপ্ন বাস্তবায়নের পথে বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। এমজেএফ-এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী ভবিষ্যতে এই ধরনের সমীক্ষার ধারাবাহিকতা রক্ষায় সরকারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
-
দাতা সংস্থা:
-
এডিবি-এর প্রতিনিধি নাসীবা সেলিম গৃহস্থালি কাজকে শুধু নারীর দায়িত্ব হিসেবে ধরে নেওয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান।
-
কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি স্টেফানি সেন্ট-লরেন্ট ব্রাসার্ড গৃহস্থালি কাজকে ‘ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ’ বলে অভিহিত করেন।
-
ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, নারী ও পুরুষ উভয়ের যৌথ অংশগ্রহণে অবৈতনিক যত্নমূলক কাজের ক্ষেত্রেই বড় পরিবর্তন আসবে।
-
এমজেএফ-এর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পরভীন মাহমুদ বলেন, নারীদের অবৈতনিক কাজের স্বীকৃতি এমজেএফ-এর দীর্ঘমেয়াদি 'মর্যাদায় গড়ি সমতা’ প্রচারাভিযানের ফল।
ইউ