ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০৪ সেপ্টেম্বর ২০২৫

English

মিডিয়া

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:০৬, ২০ জুন ২০২৫

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই দুই গণমাধ্যমে বহুমতের প্রতিফলনের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই রূপান্তরের জন্য একটি নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে কমিটি গঠন করা হচ্ছে।’

এ লক্ষ্যে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি অতীতে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করবে এবং ভবিষ্যতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও একটি নতুন নীতিমালা তৈরি করবে।

এ সিদ্ধান্তের পেছনে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। সুপারিশে বলা হয়, বিটিভি ও বেতার যেন একটি আলাদা কর্তৃপক্ষ বা সম্প্রচার সংস্থার অধীনে পরিচালিত হয়, যাতে বহুমতের প্রকাশ নিশ্চিত হয় এবং সরকারের একমুখী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে।

//এল//

নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খাঁন

জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইন্দোনেশিয়ার নারীদের ঝাড়ু হাতে প্রতিরোধ

বড় মেয়েরা নীরব বিপ্লবী

নারীবান্ধব কোটা পদ্ধতি চালু করার আহ্বান নারীপক্ষের

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

সংরক্ষিত নারী আসনে আসন সংখ্যা বৃদ্ধির আহ্বান

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ-পদোন্নতি

মালয়েশিয়ায় আটক ৭৭০ অবৈধ বাাংলাদেশি

মালয়েশিয়ায় আটক ৭৭০ অবৈধ বাাংলাদেশি

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে

সড়ক দুর্ঘটনায় ৫০২ প্রাণহানি

ডাকসু নির্বাচন: আপিল বিভাগের রায়ে ভোটের পথ সুগম

প্রতিবছর বিদেশে ১০ লাখ কর্মসংস্থান: আসিফ নজরুল