
সংগৃহীত ছবি
সংবাদপত্র, সংবাদসংস্থা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বুধবার ২১ মে, ২০২৫ এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ৫ বছর পর ওয়েজবোর্ড রোয়েদাদ গঠনের বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে সে সময় পার হয়েছে। কিন্তু কোন ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।
অর্থ উপদেষ্টা নতুন অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে। কয়েক বছরে বাড়ি ও পরিবহন ভাড়া, নিত্যপণ্য ও সেবা মূল্য বিবেচনায় সাংবাদিক ও সংবাদমাধ্যমে কর্মচারীদের জন্য অবিলম্বে মহার্ঘভাতা ঘোষণার দাবিও জানান নেতারা। তারা বলেন, নতুন অর্থবছরের শুরু থেকেই মহার্ঘভাতা প্রদানের ঘোষণা করতে হবে।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ রাখার দাবি জানিয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর কাছে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়, ছুটি ভোগ করা সাংবাদিকদের অধিকার। এবারের ঈদে সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। নোয়াব ঈদ উপলক্ষে ৩/৪ দিন ছুটি ঘোষণা করে থাকে। এবারের ঈদে কমপক্ষে ৬ দিন নির্ধারণের জন্য নোয়াবের কাছে দাবি জানান নেতৃবৃন্দ।
//এল//