ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

আইন আদালত

তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩

তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

ছবি সংগৃহীত

জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ নোটিশ পাঠান। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেলের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, হাথুরুসিংহে একজন অযোগ্য কোচ, যে কিনা নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। যার ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাত্র ৩৫টি। গড় ছিল মাত্র ২০.৯০। বাংলাদেশের কোচ হওয়ার আগে অন্য কোনো দেশের পূর্ণাঙ্গ কোচ হওয়ার অভিজ্ঞতাও ছিল না তার। তাকে বাংলাদেশের হেড কোচ করা হয়েছে হয়তো কোনো মহলের কমিশনের স্বার্থ উদ্ধারের জন্য এবং দেশের ক্রিকেটকে শেষ করার জন্য। 

কারণ, উনি কোচ হওয়ার পর থেকেই সিনিয়র প্লেয়ারদের ছুড়ে ফেলে দিয়েছেন। যে পঞ্চপাণ্ডবের হাত ধরে দেশের ওডিআই র‌্যাঙ্কিং ৫ নম্বরে ছিল, সেই পঞ্চপাণ্ডবকে দল থেকে বাদ দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এই বছরে তার নেতৃত্বে ৫টি ওডিআই সিরিজে আয়ারল্যান্ড ছাড়া বাকি সব সিরিজেই বাংলাদেশ পরাজিত হয়েছে। সর্বশেষ ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে পরাজিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আমার ক্লায়েন্ট মনে করেন যে, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যাচসংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। তার জায়গা হলো না বাংলাদেশের বিশ্বকাপ দলে। এটি একটি ষড়যন্ত্র। এশিয়া কাপে ভরাডুবি হয়েছে এবং সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনিং। নতুন প্লেয়ার তানজিম তামিমকে এই বড় মঞ্চে ওঠানো ঠিক হবে না; বরং অভিজ্ঞ তামিম ইকবালই ঠিক।

একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে। তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ১৪টি সেঞ্চুরির মালিক। লর্ডসর অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের নাম আছে। ঘরের মাটিতে তার গড় ৩৭, ঘরের বাইরে ৩৫-এর মতো। দুই জায়গায়ই সমান সাতটি করে সেঞ্চুরি আছে তামিমের। সংতরাং আনফিট অজুহাতে অভিজ্ঞ তামিমকে দলে না রাখা কোচ ও অধিনায়কের ব্যক্তিগত আক্রোশই দায়ী।

নোটিশে আরও বলা হয়, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও কিন্তু পরিপূর্ণ ফিট নন, তারপরও তাকে দলে রাখা হয়েছে। প্রথম দুই ম্যাচ খেলবেন না। পরবর্তী ম্যাচগুলো খেলবেন। অন্য দেশে অভিজ্ঞতার দাম দেয়া হয়, তাহলে আমাদের দেশে নয় কেন?

এসব বিষয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ অবস্থায় হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তামিম ইকবালকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

নানা নাটকীয়তার পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা হয়নি তামিম ইকবালের। এর পর থেকেই বিভিন্ন মহল থেকে উঠেছে নানা প্রশ্ন। কেন বাদ দেয়া হলো দেশসেরা এ ওপেনারকে?

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা যদিও দাবি করেছেন, তামিমকে বাদ দেয়া হয়নি। তামিম নিজেই দলে থাকতে চাননি।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। সকালে ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, ভিডিওবার্তার মাধ্যমে গত কয়েক দিনে ঘটে যাওয়া সবকিছু জানাবেন তিনি।

ইউ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে

ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কী-না, সিদ্ধান্ত জনগণের: মঈন খান

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

মঞ্চে জুমার নামাজ আদায় শেষে আন্দোলনকারীদের সমাবেশ শুরু

সমাবেশ ঘিরে যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

অবৈধ ব্যাটারী কারখানার বর্জ্য অপসারণের নির্দেশ 

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের মরদেহ

বলিউডে নাম লেখাচ্ছেন শচীনকন্যা!

ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি