
ছবি সংগৃহীত
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ দুর্নীতিবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) এই বিক্ষোভে ক্ষুব্ধ জনতা দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবিতে স্লোগান দেন।
মূল ঘটনা
-
প্রেক্ষাপট: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।
-
অংশগ্রহণ: ম্যানিলার লুনেটা পার্কে প্রায় ১৩ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।
-
নিরাপত্তা ব্যবস্থা: সহিংসতার আশঙ্কায় পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থায় থাকে, অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়।
-
বিক্ষোভের ধরন: জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে জনতা রাস্তায় নামেন। স্লোগান ছিল— “আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও।”
জনতার ক্ষোভ
ছাত্র আন্দোলনকর্মী আলথিয়া ট্রিনিদাদ বলেন,
“আমরা দারিদ্র্যের মধ্যে ডুবে আছি। অথচ আমাদের করের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে, বিদেশ ভ্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত কষ্টদায়ক।”
তদন্ত ও অভিযোগ
-
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র জুলাইয়ে ‘ভূতুড়ে অবকাঠামো প্রকল্প’ কেলেঙ্কারি প্রকাশ্যে আনেন।
-
অনিয়ম তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়।
-
তদন্তে জানা যায়, দেশের ৯ হাজার ৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম হয়েছে, যার ব্যয় ছিল ৫৪৫ বিলিয়ন পেসো (৯.৫ বিলিয়ন ডলার)।
-
ধনকুবের দম্পতি সারা ও প্যাসিফিকো ডিসকায়ার মালিকানাধীন একাধিক কোম্পানি এসব প্রকল্পের চুক্তি পেয়েছিল। তাদের বিলাসবহুল গাড়ির ছবি প্রকাশ্যে আসার পর ক্ষোভ আরও বাড়ে।
সরকারের অবস্থান
প্রেসিডেন্ট মারকোস জনগণের বিক্ষোভকে “ন্যায্য” বলে স্বীকার করেন, তবে তা শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেন।
ইউ