ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৩ সেপ্টেম্বর ২০২৫

English

জাতীয়

তামাক আইন সংশোধন দ্রুত পাসের দাবি ডব্লিউওয়াইএফের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

তামাক আইন সংশোধন দ্রুত পাসের দাবি ডব্লিউওয়াইএফের

ছবি: উইমেনআই২৪ ডটকম

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পানির প্রভাবমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে এবং আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা করতে এই দাবি জানিয়েছে তারা।

সোমবার (২২ সেপ্টেম্বর ) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও এ জাতীয় রাজস্ব ভবনের সামনে ডব়্প যুব ফোরাম আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে করার দাবিতে মানববন্ধন শীর্ষক অনুষ্ঠানে এ দাবি জানায় তারা। 

প্রধান উপদেষ্টাকে সময়ক্ষেপণ না করে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাশের বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করার আহবান জানিয়ে তামাক বিরোধী যুব প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লক্ষ ৬১ হাজার মানুষ (প্রতিদিন গড়ে ৪৪২ জন) মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়। বিশেষ করে তরুণদের মধ্যে তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। কাজেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের কোন বিকল্প নেই।  

যুব প্রতিনিধিরা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তামাক কোম্পানির সাথে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তে তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি-এর আর্টিকেল ৫.৩ এর সুস্পষ্ট লঙ্ঘন। এই ধারা অনুযায়ী কোনো দেশের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এফসিটিসি-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে এ প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য। অতএব তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন হতে হবে সম্পূর্ণ তামাক কোম্পানির প্রভাবমুক্ত।

মানববন্ধনে তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও এফসিটিসির সাথে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি প্রস্তাব তুলে ধরা হয়েছে। সেগুলো হলো- অধূমপায়ীদের সুরক্ষার জন্য সকল প্রকার পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেট এর ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও তরুণদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তামাকপণ্যের সকল প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা ও সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা। 

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ঢাকা কলেজ, গভঃ বাংলা কলেজ, খিলগাঁও মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক তামাক বিরোধী যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ডব়্প যুব ফোরাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

ইউ

পিছিয়ে গেল রাকসু নির্বাচন

২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছুঁল

আক্ষেপ থাকলেও বিশ্বকাপে লড়াইয়ে প্রস্তুত জ্যোতি

সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

সমাজসেবা অধিদপ্তরকে ধূমপানমুক্ত ঘোষণা

নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময়

তামাক আইন সংশোধন দ্রুত পাসের দাবি ডব্লিউওয়াইএফের

ক্যালগেরিতে বাংলা অনসম্বলের ত্রিমাত্রিক পরিবেশনা

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও

পশ্চিমা তিন দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো

আজ ভারত-পাকিস্তান লড়াই, ফাইনালে বাংলাদেশের আশা