
ছবি সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের পূজা হবে উৎসবমুখর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
মূল বক্তব্যগুলো:
-
২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা: পূজার শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
-
আনসার মোতায়েন: ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তায় যুক্ত হবেন।
-
সিসিটিভি নজরদারি: প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি: পূজাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই; সকল ধর্মের মানুষ মিলেমিশে কাজ করবে।
-
সহায়তা প্রদান: নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে মোট ৩২ লাখ টাকা ও প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
-
পূজা কমিটির সহযোগিতা: সরকারি বাহিনীর পাশাপাশি পূজা কমিটির স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তায় যুক্ত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইউ