
ছবি: উইমেনআই২৪ ডটকম
প্রবাসে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য কে ধরে রাখতে এবং বহু সংস্কৃতির থাবা থেকে আমাদের নতুন প্রজন্মকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ক্যালগেরির বাংলা অনসম্বল মঞ্চস্থ করল তাদের ত্রিমাত্রিক পরিবেশনা। সমসাময়িক বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রবাসেও যে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্রিমাত্রিক এর পরিবেশনায় তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ত্রিমাত্রিক" পরিবেশনায় প্রথম পর্বে ছিল স্বপন গাঙ্গুলী রচিত শ্রুতি নাটক "পাকা দেখা"। দ্বিতীয় পর্বের পরিবেশনায় ছিল স্যার আর্থার কোনান ডয়েল এর লেখা মূল গল্প "দ্যা অ্যাডভেঞ্চার অফ দ্যা স্টক ব্রকার্স ক্লার্ক" গল্প অবলম্বনে অডিও ফিকশন: ১২৬ বি কর্পোরেশন স্ট্রিট এর প্রিমিয়ার শো, নাট্যরূপ: মুসফেক সালেহীন এবং তূতীয় পর্বের পরিবেশনায় ছিল মামুনুর রশীদের রচিত নির্দেশিত ও অভিনিত নাটক "তুম্বা এবং প্রতিবেশী"।
জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক শঙ্কা, এক প্রতিযোগিতা। শারীরিক বা মানসিক, পারিবারিক বা সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক যাই বলি না কেন কে কাকে পরাজিত করবে তা নিয়েই ব্যস্ত সবাই। অথচ দিনশেষে সবাই একা।
শ্রেণি-সংগ্রাম ও বৈষম্যের মত বিষয়গুলো ভুলে মানবকল্যাণে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতাই হতে পারে মুক্তির পথ।
"তুম্বা এবং প্রতিবেশী" নাটকে নাট্যকার মামুনুর রশিদ নিজে অভিনয় করে তুলে ধরেছেন ভালবাসার অপার শক্তিকে, যেখানে জীবনের বাস্তবতায় অসঙ্গতি থাকলেও ভালবাসার কাছে সব দুঃখ কষ্ট ম্লান। তিনি দেখিয়েছেন, ক্ষণিকের পার্থিব জীবনে পারস্পরিক ভালোবাসার মধ্যেই নিহিত রয়েছে জাগতিক সুখ।
ত্রিমাত্রিক পরিবেশনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, বৈশাখী গুহ, জয়ন্ত বসু, তীর্থ সাহা, তাসফীন হুসেন,খায়ের খোন্দকার, মাশরুর আহমেদ দীপক এবং সেলিম আহমেদ। এ বছর নাটকটির মিডিয়া পার্টনার ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল 'প্রবাস বাংলা ভয়েস' এবং চ্যানেল আই।
আয়োজকরা জানান, প্রবাসে আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতেই এই আয়োজন।
ইউ