
ফাইল ছবি
২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২২ সেপ্টেম্বর) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মূল তথ্যসমূহ:
-
আগস্ট মাসের আদায়:
-
মোট রাজস্ব আদায় হয়েছে ২৭,১৭৪ কোটি টাকা।
-
২০২৪ সালের আগস্টে আদায় হয়েছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা।
-
অর্থাৎ চলতি আগস্টে আদায় বেড়েছে প্রায় ৪,০৮৪.৫ কোটি টাকা।
-
প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮%।
-
-
জুলাই-আগস্ট দুই মাসে:
-
মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা।
-
গত বছর একই সময়ে আদায় হয়েছিল ৪৫,০০৫.১৬ কোটি টাকা।
-
প্রবৃদ্ধি হয়েছে ২১%।
-
-
খাতভিত্তিক রাজস্ব আদায় (আগস্ট ২০২৫):
-
মূসক (ভ্যাট, স্থানীয় পর্যায়): ১১,০৮৫ কোটি টাকা (প্রবৃদ্ধি ৩৩.৮৩%)।
-
আয়কর ও ভ্রমণ কর: ৮,৪৪২ কোটি টাকা (প্রবৃদ্ধি ২৪.১৭%)।
-
আমদানি-রপ্তানি খাত: ৭,৬৪৭ কোটি টাকা (গত বছরের তুলনায় কম, কারণ সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য রাজস্ব জমা হবে)।
-
-
প্রবৃদ্ধি হ্রাসের কারণ: আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে আগস্টে কাস্টমস হাউস থেকে কম রাজস্ব জমা হয়েছে।
-
এনবিআর-এর অবস্থান:
-
কর নেট সম্প্রসারণ, কর ফাঁকি রোধ ও কর পরিপালন নিশ্চিত করতে কাজ করছে।
-
করদাতারা নিয়ম মেনে সময়মতো কর পরিশোধ করলে দেশ গড়ার কাজে গর্বিত অংশীদার হতে পারবেন বলে আশা প্রকাশ করেছে।
-
ইউ