
ছবি: ফেসবুক থেকে নেওয়া
এই ছবিগুলো দিয়ে 'স্যালুট, মা'
'মাতৃত্ব এমনই'
'সর্বসংহা মা'
'মায়েরা সব পারে'
এইসব লেখা ঘুরছে ফেসবুক জুড়ে।
বাচ্চা কোলে নিয়ে তিন ঘন্টা পরীক্ষা দেয়া কিংবা বাচ্চা কোলে করে পরীক্ষার হলে ডিউটি দেয়া---এইখানে মাতৃত্বের মহত্ব আমি দেখি নাই। আমি দেখলাম মাতৃত্বের অসহায়ত্ব। আমি দেখলাম প্রচন্ড অসহযোগিতামূলক পরিবার-সমাজ- যেখানে একটা মেয়ে তার বাচ্চাকে ৩/৪ ঘন্টা রাখবার মতো কোন আত্মীয়, আপনজন, পরিবারের সদস্য পায়নি।
যে দেশে এমন একটা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে সহজ করে রাখা হয়নি যেখানে মায়েরা বাচ্চাদের নিশ্চিন্তে কয়েক ঘন্টার জন্য রেখে যেতে পারবে। মাসভিত্তিক ডে কেয়ার সেন্টারের কথা বলছি না।
এগুলো স্রেফ ভন্ডামি। এইসবে মহত্ব নাই আছে স্বার্থপরতা, অসহযোগিতা।
//এল//