ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

প্রবাস

প্রবাসী বায়াজিদ গালিবের সৃজনশীল পদক লাভ 

লায়লা নুসরাত, কানাডা থেকে:

প্রকাশিত: ১১:১৫, ৩ ডিসেম্বর ২০২৩; আপডেট: ১১:১৫, ৩ ডিসেম্বর ২০২৩

প্রবাসী বায়াজিদ গালিবের সৃজনশীল পদক লাভ 

রম্য লেখক প্রবাসী বায়াজিদ গালিব,ফাইল ছবি

কানাডার ক্যালগেরিতে বসবাসরত রম্য লেখক প্রবাসী বায়াজিদ গালিব সৃজনশীল লেখক হিসেবে ‘ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড’ ২০২৩ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগের আই সি এএলডিআরসি (ICALDRC) ইউনিট বিভিন্ন ক্ষেত্রে যথা গবেষনা, প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকান্ড, সৃজনশীল লেখাসমূহের মূল্যায়ন করে আসছে। বায়াজিদ গালিব তাঁর সৃজনশীল লেখার জন্য এ বছর এই পুরস্কারে ভূষিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোহাম্মদ আসাদুজ্জামান তাঁর স্বাক্ষরিত বায়াজিদ গালিব কে দেয়া এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

এ উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ইম্প্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অন ইনরিচিং মিনডস এন্ড ইন্সপায়ারিং লাইফ (Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শেষে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাঈম শেখ, মুখ্য বক্তা ছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ নেসার ইউ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এ কে এম শাহনেওয়াজ ও নাট্য ব্যক্তিত্ব ডলি জহুর।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বায়াজিদ গালিব দেশের বাইরে থাকায় তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন তাঁর আত্মীয় কাজী মহিউদ্দিন আহমেদের মেয়ে আফরিন মেহতাজ।

উল্লেখ্য রম্য লেখক বায়াজিদ গালিবের এ পর্যন্ত চারটি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত রম্যগল্পের গ্রন্থসমূহ হচ্ছে ‘যে দেশ দেশ না’   ‘গোলগাপ্পা’  ‘বাসর রাতের বিড়াল’  এবং কাব্যগ্রন্থ   ‘হৃদয়ের এ কূল ও কূল’ । এছাড়াও ২০২৪ সালের বই মেলায় প্রকাশের অপেক্ষায় আছে আরেকটি রম্যগল্প ‘লালবাগের লালমিয়া’ । প্রবাসী রম্য লেখক বায়াজিদ গালিব আলবার্টা রাইটার্স ফোরামের সভাপতি।

বায়াজিদ গালিব সৃজনশীল লেখকের পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যালগেরির প্রবাসী বাংলাদেশী এবং আলবার্টা রাইটার্স ফোরামের সদস্যরা।

আবেগে আপ্লুত হয়ে রম্য লেখক বায়াজিদ গালিব মিডিয়া কে বলেন, যে কোন পুরস্কারই অত্যন্ত আনন্দের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এ পুরস্কারে ভূষিত করেছেন। এ সম্মান আমার লেখালেখির জগৎকে আরও সমৃদ্ধ করবে। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক আহসান রাজীব বুলবুল কে যার অনুপ্রেরণা আমার সাহস যোগায়।

আলবার্টা রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান এক শুভেচ্ছা বার্তায় রম্য লেখক বায়াজিদ গালিব এর এ পদক প্রাপ্তিতে তাঁকে ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমরা গৌরবান্বিত, আমরা সম্মানিত। তাঁর সৃজনশীল লেখনী সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক এবং সমাজকে বিকশিত করুক এটাই আমাদের প্রত্যাশা।।

//এল//

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

মঞ্চে জুমার নামাজ আদায় শেষে আন্দোলনকারীদের সমাবেশ শুরু

সমাবেশ ঘিরে যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

অবৈধ ব্যাটারী কারখানার বর্জ্য অপসারণের নির্দেশ 

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের মরদেহ

বলিউডে নাম লেখাচ্ছেন শচীনকন্যা!

ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু