
সংগৃহীত ছবি
টরন্টোর সাহিত্য বিষয়ক সংগঠন ‘ঘাসফড়িং সাহিত্য চর্চা’র উদ্যোগে বাংলাদেশি কানাডীয়ান লেখকদের অংশ গ্রহণে মনমুগ্ধকর সাহিত্য আড্ডা’ এগলিনট স্কয়ার পাবলিক লেইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর অনুষ্ঠিত এই আড্ডায় বাংলাদেশি কানাডীয়ান লেখকরা নিজস্ব লেখা থেকে পাঠ, তাদের বই নিয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি উন্মুক্ত সাহিত্য আড্ডায় মেতে ওঠেন।
ঘাসফড়িং এর এই সাহিত্য আড্ডায় অংশ নেন অধ্যাপক ড.সুজিত দত্ত, আকবর হোসেন, সাংবাদিক শওগাত আলী সাগর, গোলাম রাব্বানী শিহাব, নাহিদ খান, হাসান মাসুক ও সাইমুম সাইখ।
"লেখকের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন ডঃ সুজিত দত্ত।
'সাহিত্য ও সাংবাদিকতা' নিয়ে আলোচনা করেন সাংবাদিক
শওগাত আলী সাগর এবং মরমি কবি লালন শাহ এর 'চিন্তা ও দর্শন নিয়ে আলোচনা করেন গোলাম রাব্বানী শিহাব।
ঘাসফড়িং এর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সংগঠনের প্রধান আমিনুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রওশন মুন্নি। কবি শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন মানজু মান আরা ও নুরুন্নাহার সুপ্তি।
সাহিত্য নিয়ে ভিন্ন আঙ্গিক ও মেজাজের অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের প্রশংসা আর্জন করে
//এল//