ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২২ অক্টোবর ২০২৫

English

প্রবাস

৩৯তম ফোবানার পর্দা খুলবে আগামী শনিবার

লায়লা নুসরাত, কানাডা থেকে

প্রকাশিত: ১৫:৫২, ২৭ আগস্ট ২০২৫

৩৯তম ফোবানার পর্দা খুলবে আগামী শনিবার

ছবি: উইমেনআই২৪ ডটকম

কানাডার স্থানীয় সময় শনিবার মন্ট্রিয়লে ৩৯তম ফোবানার পর্দা খুলবে মন্ট্রিয়লের ব্যস্ততম প্লাজা ডাউনটাউনে। শুরু হবে দু’দিন ব্যাপী প্রবাসীদের মিলনমেলা। এত বিশাল সংখ্যাক সংগীত শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীর মিলনমেলা এর পূর্বে কখনো মন্ট্রিয়লের কোন অনুষ্ঠান ঘিরে হয়নি।

সাম্প্রতিককালে বিগত দু’টি ফোবানাই মন্ট্রিয়লে জমজমাট পরিবেশে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হলেও এবছর আরও ব্যাপকভাবে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পাশাপাশি অনেকেই বিশ্বাস করছেন। 

এটার কারণ হিসেবে নামি-দামি শিল্পী-অভিনেতা-অভিনেত্রী শিক্ষাবিদদের পাশাপাশি স্থান (ভেন্যু)টা মন্ট্রিয়লের হার্ট বলে খ্যাত ডাউনটাউনে হওয়াতে মেট্রো-বাসে (ডাউন টাউনের প্লাজা কনভেনশন সেন্টার, ইভো-পুরাতন ডেলটা হোটেল, যা স্কোয়ার ভিক্টোরিয়া মেট্রো, অরেঞ্জ লাইন)) যাতায়াতের অধিক সুবিধা থাকায় মিনি বাংলাদেশে পরিণত হবে তা নিঃসন্দেহে বলা যায়। তদোপরি এবছর মন্ট্রিয়লের অধিকাংশ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অংশ গ্রহণ করার চিত্র দেখা যাচ্ছে।

আলোচিত ফোবানা উপলক্ষে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সংগঠনছাড়াও মন্ট্রিয়লে প্রায় সব সাংস্কৃতিকমনারা অংশ গ্রহণ করছেন বলে বলা হচ্ছে। ফোবানার বিভিন্ন রকমারি ইভেন্ট ঘিরে প্রায় প্রতিদিনই রিহার্সেল চলছে আর পাশাপাশি ফোবানা সম্মেলনকে ঘিরে আয়োজকদের চোখে এখন ঘুম নেই বললেই চলে, দিন-রাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেতারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ফোবানায় অংশগ্রহনের জন্য আহবান জানাচ্ছেন।

মন্ট্রিয়লের নামকরা সংগঠন (মন্ট্রিয়লে বই মেলার প্রবর্তক এবং আয়োজক ) কানাডা-বাংলাদেশ সলিডারিটি এ বছরের আয়োজক সংগঠন। উত্তর আমেরিকার অন্যতম জনপ্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সাবেক ছাত্রনেতা ৩৯তম ফোবানার কনভেনর জিয়াউল হক জিয়া’র নেতৃত্বে কমিউনিটিতে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে সবাই বিরতিহীন কাজ করছে। 

ইতোমধ্যে সব অতিথি ভিসা এবং টিকিট কনফার্ম করা হয়েছে বলে জানিয়েছেন মেম্বার সেক্রেটারী সাংবাদিক ইকবাল কবীর, আগত শিল্পী ও অতিথিরা প্রায় সবাই ২৮/২৯ অগাস্ট এসে পোঁছবেন। এই সম্মেলনকে কেন্দ্র করে মূলধারার গুরুত্বপূর্ন ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রবীন সাংবাদিক রুমু ইসলামের নেতৃত্বে এবছরই প্রথম ৩৯তম ফোবানাকে ঘিরে প্রবাসে বসবাসরত টিভি, প্রিন্ট, ইলেকট্রনিক, ইউটিউবার এবং ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা দ্বিধা–দ্বন্দ্ব বেদাভেদ ভুলে এক কাতারে অনুষ্ঠানগুলোর সংবাদ পরিবেশন করার সিদ্ধান্ত গ্রহন করেছেন।

দু’দিন ব্যাপী নাচ, গান, আবৃত্তি, মঞ্চ নাটক, সেমিনার, টেলেন্ট শো, ইয়ুথ ফোরাম, ফ্যাশন শো, ফোবানা স্কলারশিপ, সহ রয়েছে রকমারি অনুষ্ঠান। এসব অনুষ্ঠানগুলোর দায়িত্বে থাকা কনভেনর এবং সদস্যরা বিরতীহীন কাজ করে যাচ্ছেন যাতে মঞ্চে সফলভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারেন।

৩৯তম ফোবানা সম্মেলনে অনুজীব-বিজ্ঞানী, লেখক ড. শোয়েব সাঈদ-এর নেতৃত্বে উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত শিক্ষাবিদ-গবেষকরা অংশগ্রহন করবেন এসময়ে বিশ্ব আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে। এর মধ্যে উল্লেখযোগ্য সেমিনারের বিষয়বস্তু হচ্ছে, ‘অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে কানাডা-আমেরিকা বাণিজ্য যুদ্ধ’, বৈশ্বিক রাজনীতির পরিবর্তন, জুলাই-আগস্ট ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশের ভবিষ্যৎ’, ‘প্রযুক্তি, পরিবেশ ও প্রবাস : ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা’, ‘অভিবাসীর অর্থনীতি, অর্থনীতিতে অভিবাসী’।

সাংবাদিক সদেরা সুজন মিডিয়া কে বলেন, ৩৯তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনকে ঘিরে ক্যুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহর উৎসবের আমেজ বিরাজ করছে। ১৯৮৭ সালে ফোবানা প্রতিষ্ঠার পর প্রতি বছরই বিভক্তি অঐক্য’র কারণে বিভিন্ন শহরে এক কিংবা একাধীক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, তারই ধারাবাহিককতা মন্ট্রিয়লে বেশ কয়েকটি ফোবানা অনুষ্ঠিত হয়েছে। 

ফোবানার কনভেনর জিয়াউল হক জিয়া মিডিয়াকে বলেন, মন্ট্রিয়লের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের অংশগ্রহণ এবার ফোবানাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। সকলের সহযোগিতার পাশাপাশি সবাইকে জানাই শুভেচ্ছ।

ফোবানার অ্যাম্বাসেডর, মন্ট্রিয়লের বিশিষ্ট ব্যবসায়ী শামিমুল হাসানকে ফোবানা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ‘ফোবানা প্রস্তুতি কমিটির কর্ম তৎপরতা চোখে পড়ার মতো। আশা করছি একটি সফল ও সুন্দর ফোবানা এই কমিটি উপহার দিতে পারবে।’

কালচারাল ডিরেক্টর সাংবাদিক ও উপস্থাপিকা শামসাদ রানা মিডিয়া কে বলেন ‘মন্ট্রিয়লের প্রায় ৪০ জন শিল্পীর অংশগ্রহণে শনিবারের উদ্বোধনী পর্ব। যেখানে বাংলাদেশ, কানাডা ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন হবে। আমি মনে করি এভাবে ফোবানার কোন উদ্বোধন এর পূর্বে আর কখনো হয়নি, এটি নতুন। এছাড়াও দু’দিনের সাংস্কৃতিক পর্ব হবে বর্ণাঢ্য।’

২৯ আগস্ট শুক্রবার শুধু গালা ডিনার পার্টি হবে একই স্থানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। বাকী দু’দিনব্যাপী (৩০ ও ৩১ আগস্ট) অনুষ্ঠানগুলো হবে সবার জন্য । টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁদের যে কোন টিম মেম্বার এর কাছ থেকে । দুইদিনের জন্য ভিভিআইপি $১৫০ ভিআইপি $৭০ এবং রেগুলার $৪০। লবিতে ঢুকলেই চোখে পড়বে নানা রকমের দোকানপাট। ইচ্ছেমতো কিনেকাটা করতে পারবেন।

তিন দিন ব্যাপী সম্মেলনে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য পরিবেশ ইত্যাদি ফোকাস করা হবে।

 হাজার মানুষের মিলনমেলায় মুখরিত হবে প্রিয় বাংলাদেশ, ফেলে আসা দিনগুলোর স্মৃতি হয়তোবা ভেসে উঠবে চোখের সামনে প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের সঙ্গে দেখো পেয়ে।

ইউ

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

ইরানে উসমান (রা.)-এর সময়ের কুরআন প্রদর্শনী

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাল এনসিপি

মানবসম্পদ: প্রযুক্তি বনাম মানবিকতা

ন্যায়বিচার নিশ্চিতে আইন থাকলেও বাস্তবায়ন নেই

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ওআইসি’র সহযোগিতা চাইলেন রিজওয়ানা হাসান

ইবতেদায়ী শিক্ষকরা অসন্তুষ্ট, উপদেষ্টার পদত্যাগ চান

নতুন পুত্রসন্তানের বাবা হলেন গায়ক জেমস

সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে: আসিফ নজরুল

সততা দেখান, ভয় পাবেন না: ইসি

নোয়াখালীতে ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর

সততা, দেশপ্রেমই জাতির চালিকা শক্তি: সচিব