
ফাইল ছবি
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়েই তাদের দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং তারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে এবং সরকার সে অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে।
আজ বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময়কালে আইন উপদেষ্টা এই মন্তব্য করেন।
জাতীয় নির্বাচন নিয়ে সংশয় ও আশা:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগোলে সেই সংশয় কেটে যাবে।
প্রধান উপদেষ্টার সরাসরি পর্যবেক্ষণ:
আইন উপদেষ্টা আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জনপ্রশাসনের সব কার্যক্রম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
অভিযুক্ত সেনা কর্মকর্তা প্রসঙ্গ:
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন উপদেষ্টা সংশ্লিষ্ট সবার, বিশেষ করে সেনাপ্রধানের সহযোগিতা প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তবে অভিযুক্তদের কোন কারাগারে (সাবজেলে) রাখা হবে, সে বিষয়ে মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।
বিএনপি'র দাবি:
এর একদিন আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। তিনি নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে জনগণকে আশ্বস্ত করার দাবি জানান। পাশাপাশি, সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থেকে থাকেন, তবে তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি।
বিএনপি'র এই দাবির পরিপ্রেক্ষিতেই আইন উপদেষ্টা সরকারের নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়টি তুলে ধরলেন।
ইউ