
ছবি: উইমেনআই২৪ ডটকম
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে তারেক মাসুদ ও মিশুক মুনীর এর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও প্রামান্যচিত্র প্রদর্শনী করেছে। কানাডার স্থানীয় সময় আজ বুধবার রাতে টরন্টো ফিল্ম ফোরামের অফিসে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
শুরুতেই মৈত্রেয়ী দেবী সকলকে স্বাগত জানান। পরে সাইফুল ওয়াদুদ হেলাল এর পরিচালনায় মিশুক মুনীর এর উপরে প্রামান্যচিত্র অপরাজেয় বাংলা প্রদর্শন করা হয়। পরে মিশুক মুনির ও তারেক রহমানের সাথে কাটানো নানা সময়রের কথা একে একে তুলে ধরেন, টিএফএফ এর সভাপতি এনায়েত করিম বাবুল, টরন্টো ফিল্ম ফোরামের সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন,মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলা কাজী।
টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ। কবি দেলওয়ার এলাহী,নাট্যকার নির্দেশক আহমেদ হোসেন।সৈয়দ ইকবাল।পারিবারিক বন্ধু হাবিবুল্লা টরি প্রমুখ ও তানজির আলম রাজিব।
ইউ