
ছবি: উইমেনআই২৪ ডটকম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে কানাডার টরন্টো নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে আয়োজিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'তবু অনন্ত জাগে'। রবীন্দ্র চর্চা ও নতুন প্রজন্মের মধ্যে তাঁর উত্তরাধিকার ছড়িয়ে দিতে রবিচর্চা সংস্থার এই আয়োজন দর্শকদের নিয়ে গিয়েছিল রবীন্দ্রসঙ্গীত ও সাহিত্যের নিবিড় আবেশে।
শিল্পের মালা গেঁথে স্মরণ
অনুষ্ঠানের সূচনা করেন রবিচর্চার কর্ণধার ড. সঞ্জীব মুখার্জী। ৯০ বছর বয়সেও তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের 'আমার পরান যাহা চায়' ও 'ওগো আমার দেশের মাটি' পরিবেশনা মুগ্ধ করে শ্রোতাদের। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ শিল্পী সংস্থা কানাডার শিল্পী চিত্রা সরকার, বাবলু হক, নাহিদ কবির কাকলী এবং তরুণ শিল্পী শোভা আকবর গান ও আবৃত্তির মাধ্যমে কবিগুরুর সৃষ্টিকর্মকে জীবন্ত করে তোলেন।
ভাবনা ও কবিতায় রবীন্দ্রনাথ
দিলীপ চক্রবর্তী রবীন্দ্র দর্শন নিয়ে আলোচনা করেন, অন্যদিকে ফারজানা হক ও হিমাদ্রী রায় কবিতার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে ভাবনার খোরাক জুগিয়েছিলেন। সঞ্চালনা করেন দেবাঞ্জনা মুখার্জী ভৌমিক, আর সঙ্গীত পরিচালনায় ছিলেন তবলায় চিন্ময় কর ও কীবোর্ডে রূপতনু শর্মা।
উদ্দেশ্য ও প্রভাব
ড. মুখার্জী বলেন, "রবীন্দ্রনাথ কেবল অতীতের সম্পদ নন, বর্তমানের প্রেরণা। নতুন প্রজন্ম যেন তাঁর গান, কবিতা ও চিন্তার স্পর্শ পায়, সে লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।" অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী রায়।
শিল্প-সাহিত্যের এই সম্মিলন প্রমাণ করে, রবীন্দ্রনাথের সৃষ্টি আজও বিশ্বজুড়ে মানুষকে এক সূত্রে বাঁধে।
ইউ