
ছবি: উইমেনআই২৪ ডটকম
শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির মনোরম পরিবেশে ক্যালগেরির নর্থ গ্লেনমোর পার্কে চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন ও মেজবানী ফেষ্ট সম্পন্ন হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয়েছিল এক বর্ণাঢ্য মিলনমেলায়।
সারাদিনব্যাপী এই বনভোজনে অংশগ্রহণকারীরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের স্বাদ উপভোগ করেন। পরিবার, বন্ধু-বান্ধব ও শিশু-কিশোরদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো পার্কজুড়ে। আয়োজনে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা এবং বড়দের জন্য আলাদা ক্রীড়া আয়োজন করা হয়। দিনের শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বনভোজনের।
অনুষ্ঠানে বাংলাদেশ কানাডা এসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
উৎসবের আনন্দঘন পরিবেশ, স্বদেশের স্বাদের খাবার আর সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রবাসী বাংলাদেশীরা একাকার হয়ে উঠেছিলেন। এই বনভোজন শুধু একটি সামাজিক সমাবেশই ছিল না, বরং প্রবাসে বাঙালিয়ানার পরিচয়কে আরও সুদৃঢ় করার একটি উজ্জ্বল উদাহরণ।
ইউ