ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২২ অক্টোবর ২০২৫

English

প্রবাস

নানা অপপ্রচারের নিন্দা আয়েবা মহাসচিবের

তাজ উদদীন, ফ্রান্স থাকে

প্রকাশিত: ১৮:৫২, ৭ আগস্ট ২০২৫

নানা অপপ্রচারের নিন্দা আয়েবা মহাসচিবের

ছবি: উইমেনআই২৪ ডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কে নানা মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)'র মহাসচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ।

তিনি এসব অপপ্রচারকে ‘বানোয়াট, বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণেরও কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে কাজী এনায়েত উল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমি সব সময়ই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসীদের অধিকার ও সম্মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছি। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ এবং বহু দেশের সরকারের সঙ্গে সম্মানজনকভাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলাম না। সম্প্রতি একটি কুচক্রী মহল আমার ব্যক্তিগত ছবি ও কার্যক্রমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে প্রচার করছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং আমার মানহানি করার গভীর ষড়যন্ত্রের অংশ। যারা এই চক্রান্তে জড়িত এবং ইন্ধন জোগাচ্ছেন এবং জোগাবেন, বিশেষ করে দেশে কিংবা বিদেশে, তাঁদের সবাইকে জেল-জরিমানাসহ আইনের আওতায় আনা হবে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৫ আগস্ট ২০২৫ তারিখে ফরাসি আদালতে সুনির্দিষ্ট একটি মামলা দায়ের করেছি। মামলা নম্বর- PV n°01839/2025/015333।

বিভ্রান্তিমূলক অপপ্রচার প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে কাজী এনায়েত উল্লাহ বলেন, 'স্পষ্টত এটি হেয়প্রতিপন্ন করা, তাঁর ব্যক্তিগত, পারিবারিক-ব্যবসায়িক এবং সামাজিক সুনাম নষ্ট করা এবং মানহানি-ঘটানোর অভিপ্রায়ে করা হয়েছে।’
এসব বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রবাসী সমাজ, বাংলাদেশের গণমাধ্যম ও সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি কাজী এনায়েত উল্লাহ দীর্ঘ সময় ধরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা)'র মহাসচিব, ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও)'র প্রেসিডেন্ট এবং ফ্রান্স-বাংলাদেশ ইকনোমিক চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে দেশ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছেন।

ইউ

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা

ইরানে উসমান (রা.)-এর সময়ের কুরআন প্রদর্শনী

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাল এনসিপি

মানবসম্পদ: প্রযুক্তি বনাম মানবিকতা

ন্যায়বিচার নিশ্চিতে আইন থাকলেও বাস্তবায়ন নেই

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ওআইসি’র সহযোগিতা চাইলেন রিজওয়ানা হাসান

ইবতেদায়ী শিক্ষকরা অসন্তুষ্ট, উপদেষ্টার পদত্যাগ চান

নতুন পুত্রসন্তানের বাবা হলেন গায়ক জেমস

সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে: আসিফ নজরুল

সততা দেখান, ভয় পাবেন না: ইসি

নোয়াখালীতে ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর

সততা, দেশপ্রেমই জাতির চালিকা শক্তি: সচিব