
ছবি: উইমেনআই২৪ ডটকম
কানাডার ক্যালগেরির রিচার্ডসন রোডের বেথনি চ্যাপেল অডিটরিয়ামে ‘প্রো-ইনটারটেইনমেনট এক্সপেরিয়েনস’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "মিনার এন্ড মিলা লাইভ ইন ক্যালগেরি’। অনুষ্ঠানে সুরের মূর্ছনায় বিমোহিত করেন ক্যালগেরির দর্শকদের। তাদের গানের প্রতিটি লাইনে ছিল বাংলাদেশের আবেগের এক অসাধারণ মিশ্রণ। মিনারের মুগ্ধতা ছড়ানো জাদু ‘কেউ কথা রাখে না’, ‘আহারে আহারে’, ‘ঝুম’– গানগুলো যেন দর্শকদের হৃদয়ে পূর্ণতা এনে দেয়। অন্যদিকে
রিদম ডান্স কুইন’ মিলার মঞ্চে রাজত্ব - ‘তুমি কি সাড়া দিবে’, ‘বাবুরাম সাপুড়ে’ আর ‘রূপবান’ গানগুলোতে শ্রোতারা উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেন।
আয়োজক মো. খান বলেন, ‘আমাদের এই সংগীত সন্ধ্যা প্রমাণ করেছে, প্রবাসে থেকেও সংস্কৃতিকে কেন্দ্র করে একসঙ্গে থাকা সম্ভব, সম্ভব সম্মিলিত স্বপ্ন দেখা। এই গল্পটা শুধু এক সন্ধ্যার গল্প নয়। এটি প্রমাণ করে– সংগীতের ভাষা বিশ্বময়; অনুভবের কেন্দ্রটা আজও বাংলা, বাংলাদেশ।’
ইউ