
সংগৃহীত ছবি
কানাডার ক্যালগেরির পাইনরিজ স্কুলের ১১ বছরের অটিস্টিক শিশু পুরনায়ণ মহন্তা তীর্থ এর শারীরিক নির্যাতনের প্রতিবাদে তাঁর পিতা পার্থ মহন্তা এক সাংবাদিক সম্মেলনে এর প্রতিবাদ করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিকটিমের পিতা পার্থ মহন্তা।
তিনি জানান, তাঁর ছেলে স্বাভাবিক নিয়মেই সকালে স্কুলে যায় কিন্তু বাড়িতে ফিরে আসে শারীরিক নির্যাতনের শিকার হয়ে। এ ব্যাপারে তিনি স্কুলে গেলে, স্কুল কর্তৃপক্ষ এ ধরনের কোন ঘটনা তাঁরা দেখেনি বলে জানান।
ঘটনাটি বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং কমিউনিটির নেতৃবৃন্দ ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতা ও বিশিষ্টজনরা।
//এল//