
ফাইল ছবি
সাত কলেজকে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরের উদ্যোগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন, ঐতিহ্যবাহী এই কলেজগুলোর নাম বা কাঠামো পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় বানানো যাবে না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের সামনে ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
শিক্ষকদের মূল বক্তব্য
-
প্রস্তাবিত খসড়ায় সাত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।
-
কলেজগুলোকে “গিনিপিগ” বানিয়ে পরীক্ষামূলকভাবে পরিবর্তন করা যাবে না।
-
ঐতিহ্যবাহী উচ্চমাধ্যমিক স্তরের কাঠামো নষ্ট করা হলে তা মেনে নেওয়া হবে না।
-
সাত কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদ বা স্কুলে রূপান্তর করা যাবে না।
শিক্ষকদের উদ্বেগ
শিক্ষকরা মনে করেন, সরকারের এ উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে যাবে। একই সঙ্গে দীর্ঘ ঐতিহ্যবাহী কলেজগুলোর পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হবে।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কলেজগুলোর স্বকীয়তা রক্ষায় যেন এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।
ইউ