
নিউইয়র্কে বাংলাদেশি আয়াসের ৪টি গোল্ড অর্জন ................ ছবি: সংগৃহীত
নিউইয়র্ক ইউনাইটেড তায়কোয়ান্দো ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে চারটি ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন আয়াস ওয়াফাহ। শনিবার (১৮ নভেম্বর) নিউইয়র্কের করনায় সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট।
গোল্ড মেডেলিস্ট আয়াস বলেন, যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহণ করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে গোল্ড ম্যাডেল পাওয়া সৌভাগ্যের, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, আমি কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো।
স্টেট তায়কোয়ান্দো টুর্নামেন্টে মোট ২০০ জন অংশগ্রহণকারী অংশ নিয়ে থাকে। আয়াস চারটি ইভেন্টের চারটিতেই গোল্ড মেডেল জেতেন। আয়াস ওয়াফাহ নিউইয়র্কের কুইন্সের সানিসইডের আই এস ওয়ান টুয়েন্টি ফাইভের গ্রেড সেভেনে পড়াশুনা করছেন।
//জ//