
সাফ চ্যাম্পিয়নশিপ
এশিয়া কাপ ক্রিকেট নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে এখন শীতল সম্পর্ক। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না- এ নিয়ে পুরো টুর্নামেন্ট আয়োজন নিয়েই সংকট তৈরি হয়েছে। সেই সংকটের প্রভাব পড়তে পারে এ মাসে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপেও।
সংকট তৈরি হয়েছে মূলত ভারত সংরকার পাকিস্তান ফুটবল দলকে তাদের দেশের ভিসা দেবে কি না তা নিয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক সার্কুলারে সে দেশে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে পাকিস্তানছাড়া বাকি সব দেশের নাম অন্তর্ভূক্ত করেছে। এ সার্কুলারের পরই সংকটটি দেখা দেয়।
চলতি মাসে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
ফিফার নিষেধাজ্ঞার কারণে সাফ চ্যাম্পিয়নশিপে এমনিতে নেই শ্রীলঙ্কা। অতিথি দুদল লেবানন ও কুয়েতকে নিয়ে এবারের আসরকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার চেষ্টা করছে ভারত। কিন্তু হঠাৎই নতুন করে সংকট দেখা দিয়েছে এ টুর্নামেন্টে।
ভারতে যাওয়ার জন্য পাকিস্তান ফুটবল দলের কাউকেই এনওসি দিচ্ছে না দেশটির সরকার। পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের সরকারের কাছে খেলোয়াড়দের সব কাগজপত্র জমা দেয়ার পরও বিষয়টা ঝুলিয়ে রেখেছে দেশটির সরকার। যদি পাকিস্তান শেষ মুহূর্তে অংশ না নেয়, তাহলে ২১ জুন নির্ধারিত সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানো নিয়েও অনিশ্চয়তা থাকবে।
এমন সংকট তৈরি হওয়ায় করণীয় ঠিক করতে বৃহস্পতিবার (৮ জুন) জরুরি সভায় বসছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সভায় সাফ পেছানোর বিষয়ও আলোচনা হতে পারে।
এবার সাফে দক্ষিণ এশিয়ার ছয় দলের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে লেবানন ও কুয়েতের। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে থাকবে স্বাগতিক ভারত, নেপাল ও কুয়েত। আর 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, লেবানন, মালদ্বীপ ও ভুটান।
//জ//