
ফাইল ছবি
এশিয়া কাপে ভারত একের পর এক জয় তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে। টানা সাফল্যে তারা প্রায় “জিততে জিততে ক্লান্ত”। তবে আজকের ম্যাচে বাংলাদেশের সামনে বড় সুযোগ—ভারতের জয়যাত্রা থামিয়ে নিজেদের শক্তি প্রমাণ করার।
ম্যাচ পরিস্থিতি
-
ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত।
-
বাংলাদেশ জয় পেলে ফাইনালে ওঠার লড়াই আরও সহজ হবে।
-
ভারতের বিপক্ষে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসও বাড়াতে চায় লাল-সবুজরা।
ফাইনালের সমীকরণ
যদি বাংলাদেশ আজ জেতে, তবুও ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ইতিহাস বলছে, ফাইনালে ভারতকে হারানো বাংলাদেশের জন্য সবসময় কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেকের আশঙ্কা, এবারও ফাইনালে বাংলাদেশ হোঁচট খেতে পারে ভারতের কাছেই।
প্রত্যাশা
বাংলাদেশ দলের ক্রিকেটাররা বলছেন, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালে ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামা সম্ভব হবে। আর সমর্থকদের আশা—এইবার ইতিহাস বদলাবে বাংলাদেশ।
ইউ