
ছবি: ভারত থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএম কাদের...
নানা বিষয়ে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। শাসকদল আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত শেষে এবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ভারত সফরে গিয়েছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন দিনের জন্য জিএম কাদেরের ভারত সফরকে অনেকেই তাৎপযর্পূণভাবে চিহ্নিত করেছেন। অনেকেই বলছেন, ভারতের সমর্থন পেতে কাদেরের এ সফর। ভারতে সফর শেষে ২৩ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা তাকে ছেকে ধরেন। জানতে চান, ভারতের সঙ্গে কী আলোচনা হয়েছে। কাদের বললেন, ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে। আর কী আলোচনা হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করলে কাদের সোজাসাপটা বললেন, ভারতের অনুমতি ছাড়া এসব বিষয়ে বিস্তারিত তিনি বলতে পারবেন না। ভারত সফর নিয়ে সাংবাদিকদের জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তারা যদি প্রকাশ করতে চান, করবেন। কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’
জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় ভারত। তবে এ নিয়ে দলগুলোর মতপার্থক্যের বিষয়ে কিছু বলতে চায় না তারা।’ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়ে ভারত কিছু বলেছে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত বলেছে এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই আপনারা আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।’
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘আমার একটা জিনিস ভালো লেগেছে যে জাতীয় পার্টি সম্পর্কে তাদের ধারণা ভালো। জাতীয় পার্টিকে তারা সম্ভাবনাময় দল মনে করে। তারা এটাও প্রত্যাশা করেছেন, জাতীয় পার্টির সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগেও ছিল এবং সামনেও থাকবে।’ ভারত সরকারের আমন্ত্রণে ২০ আগস্ট (রবিবার) নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জিএম কাদের।
ইউ