
ছবি সংগৃহীত
গোপালগঞ্জে সহিংসতার পর কড়া নিরাপত্তায় জেলা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সেনা ও পুলিশের প্রহরায় ১৫-১৬টি গাড়ির বহরে তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।
নেতাদের তালিকা:
-
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
-
সদস্য সচিব আখতার হোসেন
-
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
-
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
-
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
ঘটনাক্রম:
-
দুপুর ১:৩৫টায়: পৌরপার্কে এনসিপির সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা। সাউন্ড সিস্টেম ও মঞ্চ সরঞ্জাম ভাঙচুর।
-
২টার পর: নাহিদ ইসলামের নেতৃত্বে সমাবেশ শুরু। সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর স্লোগানে উত্তাল হয় মঞ্চ।
-
ফেরার পথে: গাড়িবহরে আবারও হামলা। পুলিশ-সেনার সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
-
নিরাপত্তা ব্যবস্থা: সংঘর্ষ নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।
নেতাদের বক্তব্য:
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, "নেতাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। সরকারি দলের সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি।"
চলমান অবস্থা:
জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
ইউ