
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ‘‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সংগঠন’’ আখ্যা দিয়েছেন।
সোমবার (১৪ মে) পটুয়াখালীর সার্কিট হাউজ সংলগ্ন পথসভায় তিনি অভিযোগ করেন, "বিএনপি এখন মুজিববাদের নতুন পাহারাদার বনে গেছে!"
মূল অভিযোগসমূহ:
-
"৭২-এর মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে বিএনপির ষড়যন্ত্র"
-
জুলাই গণঅভ্যুত্থানবিরোধীদের সাথে কোনো ঐক্য নয়
-
জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর موقف
জুলাই সনদ আদায়ের ঘোষণা:
নাহিদ ইসলাম জানান, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 'জুলাই ঘোষণাপত্র ও সনদ' আদায় করা হবে। তিনি দাবি করেন, "বিভাজন চাই না, কিন্তু জনবিরোধী শক্তির সাথে আপস নাই!"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
-
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
-
উত্তর অঞ্চলের সমন্বয়ক সারজিস ইসলাম
-
যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন
-
ডা. তাসনীম জারা ও ডা. মাহমুদা মিতু
প্রতিক্রিয়া:
বিএনপি এখনও নাহিদ ইসলামের এই বক্তব্য সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই আন্দোলন-পরবর্তী ধারাবাহিকতায় এ বক্তব্য নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে।
ইউ