
ছবি সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দেশে চলমান সংস্কার প্রক্রিয়াকে "সার্কাস" আখ্যা দিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) রংপুরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অভিযোগসমূহ:
-
"এনবিআর, মিডিয়া ও নারী সংস্কার কেউ গ্রহণ করেনি"
-
"বৃহত্তর রাজনৈতিক দলকে বাদ দিয়ে একতরফা সংস্কার"
-
"দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে"
-
"মব লিঞ্চিংয়ের মাধ্যমে নির্বাচনের আশঙ্কা"
রাজনৈতিক অবস্থান:
কাদের দাবি করেন, ২০১৪-২০২৪ পর্যন্ত জাতীয় পার্টি সরকারের "জিম্মি" ছিল। তিনি অভিযোগ করেন,
-
"আওয়ামী লীগকে ভয় পেয়ে সত্য কথা বলতে বাধা দেওয়া হয়েছিল"
-
"বর্তমানে দলীয় নেতাদের একাংশ সরকারপক্ষ নিয়েছে"
-
"জুলাই আন্দোলনে জাতীয় পার্টির দুই কর্মী নিহত ও多名 কারাবরণ করেছেন"
এরশাদের প্রতি শ্রদ্ধা:
পল্লীনিবাসে আয়োজিত অনুষ্ঠানে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক তথ্য:
২০১৯ সালের ১৪ জুলাই সিএমএইচে মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। জি এম কাদের তার আদর্শে জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইউ