

উইমেনআই২৪ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় তিন বছর পর আজ সকালে তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে গেছেন। সড়কপথে যাওয়ার সময় ফেনীর দাগনভূইয়া থেকে নিজ বাড়ি পর্যন্ত লাখো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
কোম্পানীগঞ্জের নিজ বাসভবনে গিয়ে ওবায়দুল কাদের প্রথমেই তার মা-বাবার কবর জিয়ারত করেন। কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মা-বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে করেন।
আজ বিকাল ৩টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং মতবিনিময় সভায় যোগ দেবেন ওবায়দুল কাদের।
উইমেনআই২৪//ইউ//০৫-০৫-২০২২//১:৪৮ পিএম//