
ফাইল ছবি
বিএনপি কখনও কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।
মূল বক্তব্যগুলো:
-
রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে:
ফখরুল বলেন, “আমরা কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা পরিষ্কারভাবে বলেছি, কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়।”
তবে আওয়ামী লীগের সহিংসতা ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। -
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে:
বিএনপি মহাসচিব বলেন, “আমরা পিআরের পক্ষে নই। কারণ বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই।” -
জামায়াতসহ কয়েকটি দলের কর্মসূচি প্রসঙ্গে:
তিনি জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আলোচনার সময় কর্মসূচি দিয়ে চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়। -
রাজপথে আন্দোলন প্রসঙ্গে:
ফখরুল বলেন, “এভাবে রাজপথে এলেই সমাধান হবে না। আমরা বড় রাজনৈতিক দল হিসেবে আলোচনার মাধ্যমেই সমাধান চাই। আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমেই সবকিছু শেষ হবে।”
ইউ