ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৯ মে ২০২৫

English

রাজনীতি

কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৩৪, ১৯ মে ২০২৫

কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

সংগৃহীত ছবি

আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে, সবাই মিলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশটাকে গড়তে হবে বলে জানিয়েছেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (১৮ মে) লন্ডনের স্থানীয় সময় একটি হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেছেন, আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু সকলে মিলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যারা বহির্বিশ্বে বাংলাদেশকে রি-প্রেজেন্ট করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে। দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকার গঠন করলে প্রথমে সকল বিভাগে একটি করে বিকেএসপি করবো। যাতে ভালোমানের খেলোয়াড় তৈরি হয়।

তারেক আরও রহমান বলেন, আমরা ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ করার পরিকল্পনা গ্রহণ করতে পারি। অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে যদি তিন থেকে চার বিঘা জমি বের করা যায় সেখানে মাঠ করা হবে। বাচ্চারা খেলবে, মুরুব্বিরা হাঁটবে। অর্থাৎ মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। ঠিক এমন একটি চিন্তা আমাদের আছে।
তিনি বলেন, আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই। সেখানে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে। এর জন্য পরীক্ষায় আলাদাভাবে নম্বর থাকবে। তার মানে খেলাধুলা তাকে করতেই হবে। আমরা এটা অন্তর্ভুক্ত করে দেব।

ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে গিয়ে তিনি আরও বলেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা দরকার কোকোর মধ্যে তার সবই উপস্থিত ছিল।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে ও নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার।
 

//এল//

১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি

টরন্টোতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’

পাচার ও লুটের অর্থে ক্ষতিপূরণ তহবিল গঠনের উদ্যোগ: গভর্নর

এনসিপি ‘সেকুলারিস্ট’ নয়, ‘ধর্মতান্ত্রিকও’ নয়: নাহিদ ইসলাম

তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

‘বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা’

ইন্সপায়ার চ্যালেঞ্জ ফান্ডের প্রথম ধাপ চালুর প্রস্তুতি সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ’র

‘সামগ্রিক পানি ব্যবস্থাপনায় সুশাসন ও জনসম্পৃক্ততা প্রয়োজন’

‘কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে’

নারী প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-ইউএনএফপিএ’র নতুন অংশীদারিত্ব

নারী সংস্কার কমিশনের সুপারিশ স্থগিত চেয়ে রিটের আদেশের দিন ধার্য 

নগর ভবন ঘিরে আন্দোলন ‘গায়ের জোরে’: উপদেষ্টা আসিফ মাহমুদ

শিবগঞ্জে এনজিও মালিকের মিথ্যা মামলার প্রতিবাদ ভুক্তভোগী আসামির

মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান