
ছবি সংগৃহীত
নারী প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার বলে মনে করেন আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তারা বলেছেন, সাধারণ মানুষের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সরকারি-বেসরকারি উদ্যোগগুলো আরো জোরদার করা দরকার। বিশেষ করে এ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় করার প্রয়োজন।
সোমবার (১৯ মে) রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, ন্যায্যতা, সমতা ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ঢাকা পশ্চিম কেন্দ্র। ‘পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতার প্রধান কারণ’ শীর্ষক প্রতিযোগিতায় জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাপলা একাডেমীর অধ্যক্ষ হাসিনা আক্তার, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনির ও কমিউনিটি ফোরাম সদস্য ডাক্তার রোকনুজ্জামান। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক তাহাজ্জুদ হোসেন।
প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খলিলুর রহমান, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একলাসুর রহমান, বিএনপিএস’র সহকারী সমন্বয়কারী সিঁথি ঘোষ, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল মধু, বিএনপিএস’র পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতার নানাচিত্র তুলে ধরে বলা হয়, প্রতিদিনই কোন না কোন মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছেন। মেয়ের সুখের জন্য যৌতুক দিতে বাধ্য হচ্ছেন বাবা। কারো প্রেমের ডাকে সাড়া না দিলেও নারীকে হতে হচ্ছেন লাঞ্ছিত। স্কুল ও কলেজগামী মেয়েরা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষার অভাবেই এমনটি হচ্ছে। এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটা দায়ি। কারণ আইনে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সকলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। নারীদের সম্মান দিতে জানতে হবে। আমাদের বুঝতে হবে যে, পোশাক নয়, নিচু মন-মানসিকতার কারণেই নারীর প্রতি সহিংসতা হয়।
ইউ