ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৯ মে ২০২৫

English

জাতীয়

মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১৯ মে ২০২৫; আপডেট: ১৬:৪৭, ১৯ মে ২০২৫

মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ছবি সংগৃহীত

মাগুরায় সম্প্রতি সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডে নিহত শিশুর পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)।

১৮ মে (রবিবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)।

 বিশেষ করে নিহতের ১৪ বছর বয়সী বড় বোন, যিনি নিজেও একটি বাল্যবিবাহের শিকার, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমজেএফ জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “ভুক্তভোগীর পরিবার বর্তমানে মূল অভিযুক্ত ব্যক্তির পরিবারের—যারা একইসাথে ভিকটিমের বোনের শ্বশুরবাড়ির সদস্য—পক্ষ থেকে হুমকি ও সহিংসতার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। যদিও মূল অভিযুক্তের বিরুদ্ধে আদালত দণ্ড প্রদান করেছে, অন্যান্য অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে, যা পরিবারের জন্য বাড়তি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “পরিবারটি যে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা প্রকাশ করেছে, তা কোনভাবেই অবহেলা করা উচিত না। আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, যাতে এই পরিবার আর কোনো সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হয়।”

এমজেএফ আরও একবার মনে করিয়ে দেয় যে, এই ঘটনাটি বাংলাদেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। মাত্র ১৪ বছর বয়সেই একটি মেয়ের বিয়ে হওয়া এবং তার বোনের হত্যাকাণ্ডের শিকার হওয়া এ দেশের শিশু নির্যাতন, ধর্ষণ ও বাল্যবিবাহের মারাত্মক সমস্যাগুলোর প্রমাণ বহন করে। এমজেএফ সরকারের কাছে অনুরোধ জানায়, এসব অপরাধ প্রতিরোধে এবং দেশের প্রতিটি মেয়েশিশুর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে তুলে ধরতে।

মানুষের জন্য ফাউন্ডেশন নিহত কিশোরীর পরিবারের প্রতি সংহতি জানায় এবং বিচার, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

ইউ

বেনাপোলে দুই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

বানারীপাড়া উপজেলার ভোকেশনাল শাখার শ্রেষ্ঠ শিক্ষার্থী হাবিবা

স্পেনে প্রায় চার লাখ অভিবাসী পেতে পারেন বৈধতার সুযোগ

‘সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে’

১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি

টরন্টোতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’

পাচার ও লুটের অর্থে ক্ষতিপূরণ তহবিল গঠনের উদ্যোগ: গভর্নর

এনসিপি ‘সেকুলারিস্ট’ নয়, ‘ধর্মতান্ত্রিকও’ নয়: নাহিদ ইসলাম

তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

‘বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা’

ইন্সপায়ার চ্যালেঞ্জ ফান্ডের প্রথম ধাপ চালুর প্রস্তুতি সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ’র

‘সামগ্রিক পানি ব্যবস্থাপনায় সুশাসন ও জনসম্পৃক্ততা প্রয়োজন’

‘কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে’

নারী প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-ইউএনএফপিএ’র নতুন অংশীদারিত্ব