
ছবি: উইমেনআই২৪ ডটকম
রবিচর্চা (টেগোর রিসার্চ সার্কেল, কানাডা)-র আয়োজনে টরন্টোর নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববরেণ্য বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’। এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে ছিল মনোজ্ঞ আলোচনা। একইসঙ্গে ছিল কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন।
‘রবিচর্চা’র প্রধান উদ্যোক্তা ডা. সঞ্জীব মুখার্জী স্বাগত ভাষণ দেন। আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন যে নন্দিত শিল্পীরা তাঁরা হলেন শাহজাহান কামাল, ড. মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া, মিতুল দত্ত এবং অনিন্দ্য ব্যানার্জী। কবির কাব্য থেকে আবৃত্তি করেন জনপ্রিয় বাচিকশিল্পী শেখর ই গোমেজ এবং মুনিমা শারমিন। একক নৃত্য পরিবেশনায় ছিলেন দেবলীনা বসাক। এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরাঞ্জলির কিশোরবয়সী শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করেন পারমিতা রায় ও দল।
সামগ্রিকভাবে অনুষ্ঠানকে মর্যাদাবান করতে কীবোর্ডে ছিলেন রূপতনু শর্মা। বাঁশিতে ছিলেন সপ্তক ভদ্র এবং তবলায় ছিলেন চিন্ময় কর।
দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে সব অংশগ্রহণকারীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ইউ