
ফাইল ছবি
আসন্ন টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চারটি বড় রাজনৈতিক সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় এই দীর্ঘ ছুটি কাজে লাগাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও দল।
প্রথম দিন, ১ মে (বৃহস্পতিবার) দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
একই দিন সকাল ৯টায় পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত থাকবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা।
পরদিন ২ মে (শুক্রবার) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সমাবেশে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলা হবে। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে ১০-১৫ হাজার মানুষ উপস্থিত থাকতে পারেন।
শেষ দিন ৩ মে (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩০০ মামলা প্রত্যাহার, ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ঘটনাগুলোর বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি তুলবে। একইসঙ্গে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ জানানো হবে।
এছাড়া আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আরও কয়েকটি রাজনৈতিক সংগঠন ও শ্রমিক সংগঠন রাজধানীতে ছোট-বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।
এই চার দিনের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
ইউ