
ফাইল ছবি
বিমানবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধের প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর আয়োজিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘আমি যুদ্ধবিরোধী মানুষ, যুদ্ধ চাই না। কিন্তু এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের হুমকি প্রতিনিয়ত ঘিরে থাকে। এ অবস্থায় প্রস্তুতি ছাড়া থাকা মানেই আত্মঘাতী সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধকে ডেকে আনে—এই আপত্তির বাস্তবতা থাকলেও বাস্তবতা হলো, চারপাশে সংঘাতের সম্ভাবনা দিন দিন বাড়ছে। আজকেই ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার গুজব ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুতি ছাড়া কোনো বিকল্প নেই।’
যুদ্ধের ব্যয় এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখনো মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি। পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অপব্যবহারে দেশের সম্পদ লুট হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের স্ট্র্যাটেজিক অবস্থান পরিষ্কার হতে হবে—একদিকে শান্তির হাত বাড়িয়ে দেওয়া, অন্যদিকে সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত থাকা।’
বিমানবাহিনীর মহড়া দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এই ধরনের দক্ষতা কেবল সিনেমায় দেখা যায়। আজ বাস্তবে দেখে মন ভরে গেছে। আমাদের ছেলেমেয়েরা দুর্দান্তভাবে প্রস্তুতি নিচ্ছে, কঠিন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রাখে—এটা আমাদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়।’
অনুষ্ঠানে বিমানবাহিনীর আধুনিকায়ন, কৌশলগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি যুগোপযোগী, প্রস্তুত ও আধুনিক বিমানবাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইউ