ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১১ মে ২০২৫

English

বিচিত্র

ভিটামিন ভেবে এয়ারপড গিলে ফেললেন নারী, অতঃপর

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৯:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ভিটামিন ভেবে এয়ারপড গিলে ফেললেন নারী, অতঃপর

ছবি সংগৃহীত

বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন এক নারী। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই মনে পড়ে, আরে! ভিটামিন ট্যাবলেটটাই তো খাওয়া হয়নি আজ। তাই সময় নষ্ট না করে পকেট থেকে সেটি বের করেন তিনি। তারপর পানি দিয়ে টুক করেন গিলে নেন বড়িটি। কয়েক সেকেন্ড মাত্র, সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, কত বড় গোলমাল পাকিয়েছেন! ভিটামিন ট্যাবলেট ভেবে যেটিকে গলাধঃকরণ করেছেন, সেটি আসলে তাঁর স্বামীর সাধের বহুমূল্য এয়ারপড।

ট্যানা বার্কার নামে ওই নারী মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিনি নিজেই টিকটক হ্যান্ডেলে শেয়ার করেছেন ঘটনাটি। ৫২ বছর বয়সী ট্যানা লিখেছেন, ঘটনার দিন এক বান্ধবীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। কথা বলতে বলতে অর্ধেক রাস্তা হেঁটে চলে যাওয়ার পর তাঁর মনে পড়ে, ভিটামিন ওষুধ খেতে ভুলে গেছেন তিনি।

আর দেরি না করে পকেট থেকে ওষুধটি বের করে পানি দিয়ে গিলে নেন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গেই ট্যানা বুঝতে পারেন, যেটিকে ওষুধ ভেবে খেয়েছেন, সেটি আসলে ওষুধ নয়। তাঁর স্বামীর অ্যাপল এয়ারপড (apple airpod pro) এবং তাঁর নিজের ভিটামিন বড়ি, দুটোই তিনি নিয়ে বেরিয়েছিলেন একসঙ্গে। পকেটে একসঙ্গেই রেখেছিলেন সেগুলি। আর তাতেই বিপত্তি ঘটেছে। ভুল করে এয়ারপড জোড়ার বাঁদিকেরটি ওষুধ ভেবে গিলে ফেলেছেন তিনি।’

বাড়ি ফিরে ট্যানা যখন এই বিব্রতকর ঘটনাটির কথা বলেন তাঁর স্বামীকে, তিনি তা শুনে হাসিতে ফেটে পড়েন। তবে সেই সঙ্গে এমন হাস্যকর ‘দুর্ঘটনা’র কথা কাউকে জানাতেও বারণ করেন তিনি। যদিও তাঁর বারণ শোনেননি ট্যানা। টিকটকে এই ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করেন তিনি। 

ট্যানার সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বহুমূল্য এয়ারপডের এহেন পরিণতিতে দুঃখ পাবেন, নাকি ট্যানার কীর্তিতে হাসবেন, ভেবে কুলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা। ট্যানা জানিয়েছেন, ঘটনার পরেই ভয় পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাঁরা জানান, যেহেতু সেটি শ্বাসনালিতে আটকে যায়নি সেটি, তাই পরের দিন মলের সঙ্গে সেটি বেরিয়ে যাবে বলেই আশা করা যায়।

ট্যানা জানিয়েছেন, অনেকেই উদ্বিগ্ন হয়ে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি এয়ারপড জোড়ার দুটিই গিলে ফেলেছেন কীনা। কারণ, সেগুলির ভিতরে যেহেতু চুম্বক থাকে, তাই শরীরে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সৌভাগ্যবশত চিকিৎসকদের কথা সত্যি করে সত্যিই পরেরদিন মলের সঙ্গে বেরিয়ে আসে এয়ারপডটি। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।

ইউ

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

কাঁচা কাঁঠালের মজাদার বিরিয়ানি

মিরপুরে দুই বোন খুন: মাস্ক-ক্যাপ পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

মা দিবস কেন রোববারে পালিত হয়?

বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

বিশ্ব মা দিবস আজ

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান

পাকিস্তান-ভারতের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা

‘ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর’

ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৯ দিন

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

মাথা ঠান্ডা রেখে সব চক্রান্ত ব্যর্থ করতে হবে: ফখরুল