
সংগৃহীত ছবি
ফিটনেস ইস্যুতে এক চুল ছাড় দেন না পিকু সিং। দিল্লির এখানে-সেখানে দৌড়ান, নিয়মিত ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেন। তার ১৮ হাজার ফলোয়ারকে জানান দেন, ‘ফিটনেস ইজ লাইফ।’ অথচ ভিডিও বানাতে তিনিই মাঝেমধ্যে এমন কিছু কাণ্ড করেন, যা একটু বেশি বেশি।
পিকুর দেওয়া সবশেষ ভাইরাল হয়েছে। তাতে বেশিরভাগ কমেন্টই নেতিবাচক। ফলোয়ারদের ফিটনেস সচেতন করতে পিকু রেললাইনে দৌঁড়েছিলেন। সেই ভিডিও তার প্রোফাইলে শেয়ার করতেই বিরূপ প্রতিক্রীয়া। কেউ কেউ এমন কাজকে ‘জীবন মরণের হুঁমকি’ হিসেবে দেখছেন।
ভিডিওতে দেখা যায়, পিকু ট্রাকিং স্যুট পরে রেললাইনে দাড়িয়ে ছিলেন। একটি ট্রেন আসতেই দেন ছুট। কয়েক সেকেন্ড দৌড়ানোর পরই থেমে যান। ওই ঘটনাটি নিয়েই যত আলোচনা।
কেউ কেউ পিকুর এমন কাণ্ডকে ‘পাগলামি’ বলছেন। একজন লিখেছেন, ‘চিন্তা করে পাচ্ছি না, ট্রেনের সঙ্গে দৌড়ানোর কারণ কি?’ আরেকজন লিখেছেন, ‘ভিডিও বানানোর জন্য জীবন হুমকিতে ফেল না। জীবন অমূল্য, মাঠে দৌড়াও।’
//এল//