
ছবি সংগৃহীত
বাউল দর্শন বলে ‘সামান্যেই থাকে অসামান্য’। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার ‘অমূল্য রতন’। সাত বছরের জন্মদিনে তেমন এক অভিজ্ঞতা হল যুক্তরাষ্ট্রের এক শিশুকন্যার। উৎসবের দিনে পরিবারের সঙ্গে স্থানীয় পার্কে বেড়াতে গিয়েছিল সে। সেখানে কুড়িয়ে পেল বড়সড় একটি হিরের টুকরো। সকলে বলছেন, এর চেয়ে ঝলমলে উপহার হতেই পারে না। কিন্তু প্রশ্ন হল, পার্কে হিরা এল কোথা থেকে!
ঘটনাটি গত ১ সেপ্টেম্বরের। জন্মদিনে আরকানসাসের সরকারি পার্কে বাবা এবং বড় বোনের সঙ্গে বেড়াতে গিয়েছিল সাত বছরে ‘বার্থ ডে গার্ল’ ব্রাউন। তখনই ঘাসের মধ্যে লুকিয়ে থাকা মটর দানা সাইজে হিরের টুকরো খুঁজে পায় সে। পার্ক কর্তৃপক্ষের দাবি, এটি এই পার্কে খুঁজে পাওয়া দ্বিতীয় বৃহত্তম হিরে। বাদামি রঙের হিরের টুকরোর ওজন ২.৯৫ ক্যারেট। এর আগে গত মার্চে মিলেছিল ৩.২৯ ক্যারেটের একটি হিরের টুকরো।
আরকানসাসের বিখ্যাত পার্কে রোজই হিরের টুকরো খুঁজে পান ঘুরতে আসা মানুষ। আজ অবধি ৭৫ হাজার হিরের টুকরো মিলেছে পার্ক চত্বর থেকে। এর পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে। আসলে ওই এলাকায় ছিল একটি হিরের খনি। ১৯২৪ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিরা পাওয়া গিয়েছিল ওই খনি থেকেই। পরবর্তীকালে এলাকায় তৈরি হয় একটি সরকারি পার্ক। সেখানেই সব পেয়েছির আসর এখন! যাকে হিরের পার্ক বললে ভুল বলা হয় না। সংবাদ প্রতিদিন
ইউ